ওয়ালা এবং বারাকে কলুষিত করার উদ্দেশ্য -২পর্ব
“ মুসলিমরা কখনো আল্লাহর দ্বীনের ব্যাপারে সাপের মতো বারবার খোলস বদলায় না।
ইসলামের বিশুদ্ধ্ব আকিদাহর জ্ঞান অনেকেরই অর্জন করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাদের এই সম্পদের জন্য অযোগ্য মনে করলেন এবং এই সম্মান তাদের থেকে সরিয়ে নিলেন।
আজ খুব অল্প মানুষকে আল্লাহ এই সম্মান দিয়েছেন।
আজ এই উম্মাহ যে বিশাল ফিতনা আর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার একটা সুবিধা হল - বরফ গলে যাচ্ছে, আর মুখোশের নিচে থাকা সত্যিকার চেহারাগুলো সবার কাছে পরিষ্কার হচ্ছে।
আপনার দুই পাশে তাকান। সামনে তাকান। পেছনে তাকান।
হকপন্থীরা কোথায়?
শাইখ কিসক রাহিমাহুল্লাহ বলতেন,
‘প্রকৃত ইসলামের দেখা তুমি পাবে কারাগারের চার দেয়ালের ভেতরে।’
আলোচনার শেষে বলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর মূলে রয়েছে ওয়ালা এবং বারাহর শিক্ষা।
তাওহিদের পর কালিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অন্যতম হল - আল ওয়ালা ওয়াল বারার শিক্ষা।
ওয়ালা এবং বারাহ মুসলিমের পরিচয়, দুর্ভেদ্য এক ঢাল - যেইটা পরবর্তী মুসলিম প্রজর্ম্মের তাওহিদের পথ থেকে বিচ্যুত হওয়া থেকে রক্ষা করে।
ওয়ালা এবং বারাহর আকিদাতে আপনার সুগভীর বিশ্বাস থাকতে হবে,
এটাকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই।
কিভাবে ওয়ালা এবং বারাহ আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন,
আপনার সন্তানদের শেখাবেন; সেই ব্যাপারে আপনার কনক্রিট প্ল্যান থাকতে হবে।
কাফির মুশরিকরা ওয়ালা এবং বারাহকে চরমভাবে ঘৃণা করে। কারণ তারা আমাদের ইসলামকে, আমাদের পরিচয়কে ঘৃণা করে।
তারা চায় আমাদের দ্বীনকে আমরা যেন অন্য ধর্ম আর নানা তন্ত্রমন্ত্রের সাথে মিশিয়ে বিকৃত করে ফেলি। ”
- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ
0 মন্তব্যসমূহ