রবের অবাধ্যতার চাইতে কারাগার-ই উত্তম।

বের অবাধ্যতার চাইতে কারাগার-ই উত্তম।


قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ

❝ইউসুফ দু‘আ করল, হে প্রতিপালক! এই নারীগণ আমাকে যে কাজের দিকে ডাকছে, তা অপেক্ষা কারাগারই আমার বেশি পছন্দ। তুমি যদি আমাকে তাদের ছলনা থেকে রক্ষা না কর, তবে আমার অন্তর তাদের দিকে আকৃষ্ট হবে এবং যারা অজ্ঞতাসুলভ কাজ করে আমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব।❞

[সূরা ইউসুফ:৩৩]

একটুখানি তাদাব্বুর:

•নবী ইউসুফ আ: রবের নিকট তাঁর রহমত-করুণা ভিক্ষা চাচ্ছেন, কেননা আল্লাহ তায়ালার রহমত ছাড়া এই নারীদের ফিতনা থেকে নিজেকে পবিত্র রাখা সম্ভব না। সুবহানাল্লাহ! আল্লাহর প্রিয় নাবী ইউসুফ আ: নিজ অন্তরের ব্যাপারে আশঙ্কা করছেন। তাহলে চিন্তা করুন তো, আমি-আপনি কোথায় আছি? 


এই নব্য জাহিলিয়াতের যমানায় যেখানে পদে পদে যুলায়খার উত্তরসূরীরা ওতপেতে বসে আছে, তখন আমাদেরকে আরো কতটা মালিকের মুহতাজ হওয়া প্রয়োজন? ইয়া রব! আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আমাদেরকে নিজেদের নাফসের কাছে সোপর্দ করে দিয়েন না।

• রব্বুল 'আলামীন মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টিই একজন মুমিনের লক্ষ্য-উদ্দেশ্য। এই লক্ষ্য পানে যত বাধা-বিপত্তির কাটাই আসুক না কেন, তাঁকে সব মাড়িয়েই তাকে এগিয়ে যেতে হয়। নাবী ইউসুফ আ. যেমনভাবে অশ্লীলতার আহ্বানের চাইতে অন্ধকার কারাপ্রকোষ্ঠকেই নিজের জন্য বেছে নিয়েছিলেন, আমাদেরও বর্তমান সময়ে অশ্লীলতা তথা ফিতনাসমূহ থেকে নিজকে পবিত্র রেখে এর মূলোৎপাটনে প্রয়োজনে কারাগারের অন্ধ কুঠুরিতে নিক্ষিপ্ত করা হতে পারে।সর্বাবস্থায় তাওহিদের উপর অটল অবিচল থাকতে হবে।​

0 মন্তব্যসমূহ