আত্মা ও অন্তর দৃঢ় করার উপায়ঃ
১) আল্লাহর রাস্তায় দান করা।
আল্লাহ তা'য়ালা বলেনঃ
وَ مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ وَ تَثۡبِیۡتًا مِّنۡ اَنۡفُسِہِمۡ کَمَثَلِ جَنَّۃٍۭ بِرَبۡوَۃٍ اَصَابَہَا و فَاٰ اُکُلَہَا ضِعۡفَیۡنِ ۚ فَاِنۡ لَّمۡ یُصِبۡہَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۶۵﴾
পক্ষান্তরে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের মনকে শক্তিশালী করার জন্য তাদের ধন দান করে, তাদের উপমা কোন উঁচু ভূমিতে অবস্থিত একটি বাগান, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফল-মূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে হাল্কা বৃষ্টিই যথেষ্ট। বস্তুতঃ তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।[সূরা বাকারা ২৬৫]
এখানে অত্র আয়াতে বলা হয়েছে যারা দান করে আল্লাহর সন্তুষ্টি ও নিজেদের মন কে সুদৃঢ় করার জন্য।
তার মানে দান করলে আল্লাহ সন্তুষ্ট হন ও নিজের মন সুদৃঢ় হয়, কেননা কোন কাজ বিশেষ কোন লক্ষ্যে করার অর্থ হলো সে কাজ দ্বারা ওই বিশেষ লক্ষ্য হাসিল হয়।যেমন কেউ তাকওয়া অর্জনের লক্ষ্যে রোজা রাখার মানেই হলো রোজা রাখলে তাকওয়া অর্জন হয় । তেমনি আল্লাহর সন্তুষ্টি ও মনকে দৃঢ় করার লক্ষ্যে দান করার অর্থ হলো দান সাদাকা দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও মন দৃঢ় হয়। ফলে যার মন দৃঢ় হয় তার জন্য দ্বীনের অন্যান্য কাজ করা সহজ হয়ে যায়।
২ঃআস্তে আস্তে কুরআন হাদীসের ইলম অর্জন করাঃ
মহান আল্লাহ বলেনঃ
وَ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ لَا نُزِّلَ عَلَیۡہِ الۡقُرۡاٰنُ جُمۡلَۃً وَّاحِدَۃً ۚۛ کَذٰلِکَ ۚۛ لِنُثَبِّتَ بِہٖ فُؤَادَکَ وَ رَتَّلۡنٰہُ تَرۡتِیۡلًا ﴿۳۲﴾
অবিশ্বাসীরা বলে, ‘সমগ্র কুরআন তার নিকট একেবারে অবতীর্ণ করা হল না কেন?’ এ আমি তোমার নিকট এভাবেই (কিছু কিছু করে) অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি তোমার হৃদয়কে শক্ত ও দৃঢ় করার জন্য। ( সুরা ফুরকান ৩২)
وَ مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ وَ تَثۡبِیۡتًا مِّنۡ اَنۡفُسِہِمۡ کَمَثَلِ جَنَّۃٍۭ بِرَبۡوَۃٍ اَصَابَہَا و فَاٰ اُکُلَہَا ضِعۡفَیۡنِ ۚ فَاِنۡ لَّمۡ یُصِبۡہَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۶۵﴾
পক্ষান্তরে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের মনকে শক্তিশালী করার জন্য তাদের ধন দান করে, তাদের উপমা কোন উঁচু ভূমিতে অবস্থিত একটি বাগান, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফল-মূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে হাল্কা বৃষ্টিই যথেষ্ট। বস্তুতঃ তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।[সূরা বাকারা ২৬৫]
এখানে অত্র আয়াতে বলা হয়েছে যারা দান করে আল্লাহর সন্তুষ্টি ও নিজেদের মন কে সুদৃঢ় করার জন্য।
তার মানে দান করলে আল্লাহ সন্তুষ্ট হন ও নিজের মন সুদৃঢ় হয়, কেননা কোন কাজ বিশেষ কোন লক্ষ্যে করার অর্থ হলো সে কাজ দ্বারা ওই বিশেষ লক্ষ্য হাসিল হয়।যেমন কেউ তাকওয়া অর্জনের লক্ষ্যে রোজা রাখার মানেই হলো রোজা রাখলে তাকওয়া অর্জন হয় । তেমনি আল্লাহর সন্তুষ্টি ও মনকে দৃঢ় করার লক্ষ্যে দান করার অর্থ হলো দান সাদাকা দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও মন দৃঢ় হয়। ফলে যার মন দৃঢ় হয় তার জন্য দ্বীনের অন্যান্য কাজ করা সহজ হয়ে যায়।
২ঃআস্তে আস্তে কুরআন হাদীসের ইলম অর্জন করাঃ
মহান আল্লাহ বলেনঃ
وَ قَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡ لَا نُزِّلَ عَلَیۡہِ الۡقُرۡاٰنُ جُمۡلَۃً وَّاحِدَۃً ۚۛ کَذٰلِکَ ۚۛ لِنُثَبِّتَ بِہٖ فُؤَادَکَ وَ رَتَّلۡنٰہُ تَرۡتِیۡلًا ﴿۳۲﴾
অবিশ্বাসীরা বলে, ‘সমগ্র কুরআন তার নিকট একেবারে অবতীর্ণ করা হল না কেন?’ এ আমি তোমার নিকট এভাবেই (কিছু কিছু করে) অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি তোমার হৃদয়কে শক্ত ও দৃঢ় করার জন্য। ( সুরা ফুরকান ৩২)
আল্লাহ তা'য়ালা তেইশ বছর ব্যাপি কুরআনের আয়াত নাযিল করেছেন আর তেরো বছর
ব্যাপি তাওহীদ, জান্নাত জাহান্নাম ইত্যাদির উপর আয়াত নাযিল করেছেন, তেরোটি
বছর এসব বিষয়ে আস্তে আস্তে আয়াত নাযিল করে বার বার এসব বিষয় স্মরন করিয়ে
দিয়েছেন।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)অন্তর সুদৃঢ় করেছেন আর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে সাহাবীদের অন্তর সুদৃঢ়
হয়েছে।সাহাবীদের অন্তর এতটাই সুদৃঢ় হয়েছে যে,দ্বীনের জন্য সাহাবীরা যেকোন
ত্যাগ দিতে পারতেন। তাই নিজের অন্তর দৃঢ় করতে হলে আস্তে আস্তে কুরআনের ইলম
অর্জন করতে হবে।
৩ঃঅন্তর দৃঢ় করার আরেকটা উপায় হলো পূর্ববর্তী নবী রাসূলদের জীবনি জানা। সাহাবী,তাবেয়ীদের জীবনি জানা। যেমন একবার হযরত খাব্বাব রাঃ নির্যাতন নিপিড়ন অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বলেছেন হে রাসূল আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য সাহায্য কামনা করবেন না?
৩ঃঅন্তর দৃঢ় করার আরেকটা উপায় হলো পূর্ববর্তী নবী রাসূলদের জীবনি জানা। সাহাবী,তাবেয়ীদের জীবনি জানা। যেমন একবার হযরত খাব্বাব রাঃ নির্যাতন নিপিড়ন অতিষ্ঠ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বলেছেন হে রাসূল আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য সাহায্য কামনা করবেন না?
আপনি কি
আমাদের জন্য দোয়া করবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
পূর্ববর্তীদের ত্যাগ ও কষ্টের ইতিহাস শুনালেন।কুরআনে আল্লাহ বিভিন্ন নবীদের
ঘটনা বর্ননা করেছেন।যেগুলো দ্বারা আমাদের অন্তর সুদৃঢ় হয়।
বিঃদ্রঃ আমি কোন আলিম না তাই ভুল হলে বলিয়েন।
বিঃদ্রঃ আমি কোন আলিম না তাই ভুল হলে বলিয়েন।
0 মন্তব্যসমূহ